Welcome to the department of "Chemistry"

Chemistry Department Banner

রসায়ন বিভাগ প্রতিষ্ঠার ইতিহাস

রংপুর সরকারি কলেজ হলো উত্তরবঙ্গের উচ্চ মাধ্যমিক পর্যায়ের একটি ঐতিহ্যবাহী কলেজ । এটি বেসরকারিভাবে 1963 সালে প্রতিষ্ঠিত হয়।পরবর্তিতে 1964 সালে কলেজটিতে উচ্চ মাধ্যমিক(বিজ্ঞান) এবং 1970 সালে বি.এস-সি(পাস) শ্রেণির কার্যক্রম চালু হয়। উচ্চ মাধ্যমিক এবং স্নাতক(পাস) শ্রেণিতে রসায়ন পঠিত বিষয় থাকায় সে সময়েই রসায়ন বিভাগ প্রতিষ্ঠিত হয়। এ অঞ্চলের শিক্ষার্থীদের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন 2006-07 শিক্ষাবর্ষ থেকে ৩০টি আসন নিয়ে রসায়ন বিভাগের অনার্স বিভাগ হিসাবে যাত্রা আরম্ভ। পরবর্তিতে এ সংখ্যা বৃদ্ধি পেয়ে 70টিতে দাড়িয়েছে। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন 2010-2011 শিক্ষাবর্ষ (ভর্তিবর্ষ-2014)থেকে ৫০টি আসন নিয়ে মাস্টার্স শেষ বর্ষে ভর্তির কার্যক্রম চালু হয়েছে। একজন সহযোগী অধ্যাপক, দুইজন সহকারী অধ্যাপক, দুইজন প্রভাষক, একজন প্রদর্শক(01টি প্রদর্শকের পদ শুণ্য) এবং 03জন সহায়ক কর্মচারী নিয়ে রসায়ন বিভাগ পরিচালিত হচ্ছে। রসায়ন বিভাগের শিক্ষার্থীর তুলনায় শিক্ষক সংখ্যা অপ্রতুল। কলেজ প্রশাসন নতুন পদ সৃষ্টির চেষ্টা করে চলেছেন । ল্যাবরেটরীতে রাসায়নিক যন্ত্রপাতি এবং দ্রব্যাদি যথেষ্ট থাকলেও কলেজের কক্ষ সংকটের কারণে শিক্ষার্থীরা ল্যাবরেটরীর সুযোগ-সুবিধা কম পাচ্ছে। তাই ল্যাবরেটরীর সংখ্যা বৃদ্ধির প্রয়োজন। এজন্য কলেজ প্রশাসন ভৌত অবকাঠামো বৃদ্ধির লক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন করে চলেছেন।

কর্মরত শিক্ষকবৃন্দের তালিকাঃ

নাম: MOST.NASIMA KHATUN

আইডি: 435117

পদবী: Asst.Prof

যোগদানের তারিখ: 26/08/1999

সেল ফোন: 01735755954

ইমেইল: